
পঞ্চগড়ে সীমান্ত এলাকার বিধবা, অসহায় ও দুস্থ গৃহিণীদের মধ্যে ছাগল বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে পঞ্চগড় আবেদা হাফিজ স্কুল অ্যান্ড কলেজ মাঠে বেসরকারি প্রতিষ্ঠান এলজি বাংলাদেশের ‘লাইট অব লাইট ফাউন্ডেশন’-এর উদ্যোগে ‘আয়ের আলো গৃহকোণে’ প্রকল্পের আওতায় ১০৪টি ছাগল বিতরণ করা হয়। মূলত প্রান্তিক, অসহায় ও দুস্থ গৃহিণীদের স্বাবলম্বী করার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাস নারীদের হাতে ছাগল তুলে দেন। এ সময় এলজি কোম্পানির কর্পোরেট ম্যানেজার কাজী ফয়সাল, ‘লাইট অব লাইট ফাউন্ডেশন’ পঞ্চগড়ের সাধারণ সম্পাদক রনিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এর আগে ছাগল বিতরণ উপলক্ষে একটি সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা ছাগলগুলোকে অন্তত দুই বছর লালন-পালন করে একজন ক্ষুদ্র খামারি হিসেবে গড়ে ওঠার নির্দেশনা দেন। ছাগল পেয়ে ভুক্তভোগী নারীরা খুশি বলে জানান।
আয়োজকরা জানান, পঞ্চগড়ের পাঁচটি উপজেলায় প্রকৃত অসহায় ও দুস্থ গৃহিণীদের খুঁজে বের করা হয়েছে। ভুক্তভোগীদের সঙ্গে দুই বছরের চুক্তি করা হয়েছে, যাতে দুই বছর লালন-পালন করলে আরও আট থেকে দশটি ছাগল উৎপাদন করতে পারে। আয়োজকরা আশা করছেন, বাড়িতে আটটি ছাগল দিয়ে একজন ক্ষুদ্র খামারি হিসেবে তারা গড়ে উঠবেন এবং পরিবারে বাড়তি আয় যুক্ত হবে, ধীরে ধীরে পরিবারটি স্বাবলম্বী হয়ে উঠবে। এই প্রকল্পে ভালো ফলাফল এলে ‘আয়ের আলো গৃহকোণে’ প্রকল্পটি বড় আকারে বাস্তবায়ন করা হবে।
ছাগল পাওয়া নারী চন্দনা রানী জানান, বর্তমানে তাঁর স্বামী কৃষি কাজ করলেও তেমন আয় হয় না। ছাগল দুটি পেয়ে তিনি ভবিষ্যতে খামারি হওয়ার স্বপ্ন দেখছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর