
ফরিদপুরের নগরকান্দায় মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টার অভিযোগে মাওলানা আলী হোসেন (৫৮) নামে স্থানীয় মসজিদের এক ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার নগরকান্দা উপজেলা সদরের ছাগলদী দক্ষিণপাড়া দরগাভিটা জামে মসজিদ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি ওই মসজিদে ইমামতি করেন। গ্রেফতার হওয়া ইমাম আলী হোসেন পাশের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের বড় কামদিয়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।
জানা গেছে, শনিবার সকালে মসজিদের পাশে আসা এক মাদ্রাসা শিশু শিক্ষার্থীকে জোরপূর্বক নিজের শয়নকক্ষে নিয়ে যায় আলী হোসেন। পরে শিশুটিকে বলাৎকারের চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে অভিযুক্ত আলী হোসেনকে গ্রেফতার করে থানা নিয়ে আসে।
ভুক্তভোগী শিক্ষার্থী বলে, আমি মসজিদের পাশে আসছিলাম। এ সময় ইমাম হুজুর আমাকে তার শোবার রুমে ডেকে নিয়ে যায়। পরে খাটের ওপর আমাকে শুইয়ে আমার জামা-কাপড় খুলে ফেলে। তখন আমি চিৎকার দিলে এলাকাবাসী ছুটে এসে আমাকে উদ্ধার করে। পরে ঘটনাটি ধামাচাপা দিতে আমাকে ৮ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেন ইমাম।
এবিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান, মাদরাসার এক শিশু শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টা অভিযোগে আলী হোসেন নামে এক ইমামকে আটক করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর