
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বেজগাঁও স্ট্যান্ডে পালকি পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে পড়েছে। এতে বাসে থাকা প্রায় ২০-২৫ জন যাত্রী আহত হয়। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, খুলনা থেকে ছেড়ে আশা ঢাকাগামী পালকি পরিবহনের একটি বাস দ্রুতগতিতে অপর একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বেজগাঁও যাত্রী ছাউনির সামনে সড়কের রেলিংয়ে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হন। আমরা আহত যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি। এতে প্রায় ১ ঘণ্টা এক্সপ্রেসওয়েতে যানচলাচল বন্ধ থাকে।
শ্রীনগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম সিদ্দিকী বলেন, বাসটিতে অতিরিক্ত গতি থাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে ৭-৮ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এতে এক্সপ্রেসওয়েতে যানচলাচল বন্ধ হয়ে গেলেও সার্ভিস লেন দিয়ে যানবাহন চলাচলে বিকল্প ব্যবস্থা ছিল।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর