
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ সায়েম স্থানীয়দের হামলায় গুরুতর আহত হওয়ার সাত দিন পর জ্ঞান ফিরে পেয়েছেন। তার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়েছে এবং তিনি মা-বাবার সঙ্গে কথাও বলেছেন। চিকিৎসকরা জানিয়েছেন, ইমতিয়াজের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে নগরীর পার্কভিউ হাসপাতালের উপ-মহাব্যবস্থাপক মো. হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, “আজ মেডিকেল বোর্ড বসে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়। খোলার পর ইমতিয়াজ ভালো রেসপন্স করছে। সে তার বাবা-মা ও ভাইকে চিনতে পেরেছে এবং তাদের সঙ্গে কথা বলেছে।”
হুমায়ুন কবির আরও বলেন, “লাইফ সাপোর্ট খোলার পর তাকে আরও ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। দুজন মেডিসিন কনসালটেন্ট আজ তাকে দেখবেন। বর্তমানে তার অক্সিজেন স্যাচুরেশন ১০০ শতাংশে বজায় আছে। সব মিলিয়ে ইমতিয়াজের অবস্থার উন্নতি হয়েছে।”
গত রোববার সারাদিন ধরে চলা শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর ও দোকানপাট লুটপাটের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় গত মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে প্রশাসন। সংঘর্ষের জেরে গ্রেপ্তার আতঙ্কে চবি সংলগ্ন জোবরা গ্রাম এখন পুরুষশূন্য হয়ে গেছে। অনেকে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। গ্রামের রাস্তাঘাটে শুধু নারীর দেখা মিলছে। তবে তারা আছেন আতঙ্কে। এছাড়া পুলিশ অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করেছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর