
নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় মাওঃ সুলতান আহমেদ (৫৫) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার হাসপুকুরিয়া হাজিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মাওঃ সুলতান আহমেদ উপজেলার ডাহিয়া ইউনিয়নের আয়েশ বছিরউদ্দিন আলিম মাদরাসা ভাইস প্রিন্সিপাল এবং উপজেলার কাছুটিয়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
প্রত্যক্ষদর্শী এবং মাওঃ সুলতান আহমেদ এর সজনরা জানান, আজ বিকেলে মাওঃ সুলতান আহমেদ শুকাশ ইউনিয়নের তার নিজ বাড়ি কাছুটিয়া থেকে মোটরসাইকেল যোগে ডাহিয়া ইউনিয়নের আয়েশ বছিরউদ্দিন আলিম মাদ্রাসায় যাচ্ছিলেন। যাওয়ার পথে হাঁসপুকুরিয়া হাজিপাড়া মোড়ে অপরদিক থেকে আসা ভুটভুটির সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
সুকাশ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহরাব হোসেন জানান, ঘটনাস্থল থেকে ঘাতক ভুটভুটি আটক করা হয়েছে। তবে এর চালক পালিয়ে যায়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর