
শেরপুর জেলা শাখা ইসলামী ছাত্রশিবির এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ‘এ প্লাস সংবর্ধনা’ দিয়েছে।
গত শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে শেরপুর সরকারি কলেজ অডিটোরিয়াম হল রুমে চার শতাধিক শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেওয়া হয়।
জেলা শাখার সেক্রেটারি মাশহারুল ইসলাম মিল্লাতের সঞ্চালনা ও সভাপতি আশরাফুজ্জামান মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং শেরপুর সদর আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন সম্পাদক শরিফ মাহমুদ, জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান, সেক্রেটারি নুরুজ্জামান বাদল, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক এবং শেরপুর-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মু. গোলাম কিবরিয়া, জেলা জামায়াতের সাবেক জেলা সেক্রেটারি আব্দুল বাতেন প্রমুখ। শেরপুর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ প্লাস প্রাপ্ত চার শতাধিক শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেয় ইসলামী ছাত্রশিবির শেরপুর জেলা শাখা।
সর্বশেষ খবর