
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অতিরিক্ত যাত্রীবোঝাই খেয়া নৌকাডুবিতে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। ৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে নৌকাডুবিতে উপজেলার কামরাবাদ ইউনিয়নের ধারাবর্ষা গ্রামের আনছার আলীর স্ত্রী মোর্শেদা বেগম (৩৫)-এর মরদেহ উদ্ধার করে এলাকাবাসী। এ ঘটনায় তার মেয়ে শোভা (৯)-এর মরদেহ ৫৬ ঘণ্টা পর রোববার গভীর রাতে র্যালি ব্রিজের নিকট থেকে উদ্ধার করে স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, নৌকাবাইচ প্রতিযোগিতা শেষে উপজেলার ধারাবর্ষা এলাকার শাহীনুর খেয়াঘাটে অতিরিক্ত যাত্রীবাহী খেয়া নৌকা ডুবে যায়। মাঝি না থাকায় নৌকায় ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী ছিল, যার কারণে এই দুর্ঘটনা ঘটে। নৌকাডুবিতে মা-মেয়ে ডুবে যাওয়ায় স্থানীয়রা মোর্শেদা বেগমের মরদেহ উদ্ধার করে। ডুবুরি দল এসে তল্লাশি করেও শোভাকে উদ্ধার করতে পারেনি। প্রায় ৫৬ ঘণ্টা পর বড়বাড়িয়া র্যালি ব্রিজের নিকট মেয়ে শোভার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
কামরাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, নৌকাবাইচ দেখতে আসা প্রচুর মানুষের ভিড় ছিল। সন্ধ্যা ৭টার দিকে একটি নৌকা পারাপারের সময় হঠাৎ ডুবে যায়।
সর্বশেষ খবর