
জয়পুরহাট ডায়াবেটিক সমিতি জাতীয় অধ্যাপক ডাঃ মোহাম্মদ ইব্রাহিমের ৩৬তম মৃত্যুবার্ষিকী (সেবা দিবস) উপলক্ষে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষার ব্যবস্থা করেছে।
রবিবার সকাল ৮টায় ডায়াবেটিক হাসপাতাল চত্বরে অসহায় রোগীদের জন্য এই পরীক্ষার আয়োজন করা হয়। জয়পুরহাট ও আশপাশের প্রায় শতাধিক পুরুষ ও মহিলা এই সুবিধা গ্রহণ করেন।
পরে হাসপাতাল চত্বরে জাতীয় অধ্যাপক ডাঃ মোহাম্মদ ইব্রাহিমের কর্মময় জীবন নিয়ে এক স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। স্মরণ সভায় সভাপতিত্ব করেন জয়পুরহাট ডায়াবেটিক সমিতির সহসভাপতি আনোয়ারুল হক আনু। আলোচনা করেন সমিতির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন লেবু, যুগ্ম সম্পাদক খ. ম. আবদুর রহমান রনি এবং ডাঃ ফাতেমা তুজ জোহরা প্রমুখ।
সর্বশেষ খবর