
শেরপুরের খানপুর ইউনিয়নের চক খাগা গ্রামে চুরি করতে গিয়ে মামাকে ছুরিকাঘাত করার অভিযোগে কাউছার (১৬) নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ। সে চক খাগা গ্রামের আল আমিনের ছেলে। রোববার সকাল ১১টায় গ্রামবাসী তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
জানা যায়, চক খাগা গ্রামের আবেদ আলীর ছেলে আমিনুর দীর্ঘদিন ধরে মুদির দোকান চালান। গত শনিবার বেচাকেনা শেষে দোকান বন্ধ করে তিনি দোকানেই ঘুমিয়ে পড়েন। রাত ১টার দিকে কিশোর কাউছার দোকানের গ্যাস ফ্যান খুলে চুরির উদ্দেশ্যে ভিতরে প্রবেশ করে। এ সময় আমিনুরের ঘুম ভেঙে গেলে তিনি কাউছারকে জাপটে ধরেন এবং চিনতে পারেন। নিজেকে বাঁচাতে কাউছার তার আপন মামা আমিনুরকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আমিনুরের চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়।
পরদিন সকালে এলাকাবাসী কাউছারকে আটক করে। এ সময় কাউছার আলী জানায়, সে এবং রহমান আলী চুরি করতে গিয়েছিল। রহমান বাইরে পাহারা দিচ্ছিল এবং সে ভিতরে প্রবেশ করেছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা ওই কিশোরকে পুলিশের হাতে তুলে দেয়।
ঘটনার পর থেকে এলাকায় চুরির আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, প্রায় এক মাস আগে ওই কিশোর একই দোকান থেকে ৫০ হাজার টাকা, ১৮ হাজার টাকার মোবাইল ও মিনিট কার্ডসহ কিছু সিগারেট চুরি করে নিয়ে যায়।
এ ব্যাপারে শেরপুর থানা অফিসার ইনচার্জ এসএম মঈনুদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউছারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থার প্রস্তুতি চলছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর