
বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল থেকে একটি ট্রাক থেকে ইয়ার পিস্তল ও গুলিসহ ভারতীয় ট্রাকের চালক ও সহকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।
রোববার দুপুর দেড়টার দিকে বিজিবির ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা বেনাপোল বন্দরের টার্মিনাল থেকে তাদের আটকসহ ইয়ার পিস্তল ও গুলি উদ্ধার করে।
আটক ব্যক্তিরা হলেন—ট্রাকচালক গুরজীত সালুজা ও সহকারী রাম দাস নাওয়াদি। তারা উভয়ই ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের বিতুল জেলার চন্দ্র শিকড় ওয়ার্ড এলাকার বাসিন্দা।
৪৯ বিজিবির সহকারী পরিচালক সোহেল আল মোজাহিদ বলেন, “আমদানি-রপ্তানিকৃত পণ্যবাহী ট্রাকের মাধ্যমে যাতে অস্ত্র বা মাদক প্রবেশ না করে, সে জন্য নিয়মিত তল্লাশি চালানো হয়। রোববার কাঁচামরিচবাহী একটি ভারতীয় ট্রাক তল্লাশি করে চালকের কেবিন থেকে ইয়ার পিস্তলটি উদ্ধার করা হয়। অস্ত্রটি বাংলাদেশে বহন নিষিদ্ধ হওয়ায় তা জব্দ করে চালক ও সহকারীকে আটক করা হয়।”
এদিকে, আটককৃত চালক দাবি করেন, আত্মরক্ষার জন্য ট্রাকে ইয়ার পিস্তলটি রাখা হয়েছিল। তবে অস্ত্রটির কোনো বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেননি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর