
বগুড়া শহরের দত্তবাড়ীস্থ শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ার ইকবাল (২৬)-কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে এ হত্যাকাণ্ড ঘটে বলে ধারণা করছে পুলিশ। নিহত ইকবাল সিরাজগঞ্জের পিপুলবাড়িয়া এলাকার আব্দুল করিমের ছেলে। তবে তিনি বগুড়া শহরের কাটনারপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
জানা যায়, শনিবার রাতে ইকবাল ও তার সহকর্মী রতন রাতের শিফটে ফিলিং স্টেশনে দায়িত্বে ছিলেন। রোববার সকালে দিনের শিফটের কর্মীরা কাজে এসে ক্যাশ টেবিলের ওপর ইকবালের রক্তাক্ত লাশ দেখতে পান। তাৎক্ষণিকভাবে বিষয়টি মালিক পক্ষকে জানানো হলে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ ঘটনায় নিহতের সহকর্মী রতন পলাতক রয়েছেন। রতনের বাড়ি শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, রতনই এ হত্যার সঙ্গে জড়িত থাকতে পারে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মুহাম্মাদ রায়হান জানান, নিহতের মরদেহে গলা ও মাথার অংশে আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার কারণ এখনো জানা যায়নি। পিবিআই ও সিআইডি তদন্ত শুরু করেছে।
পুলিশ আরো বলেন, ঘটনার রহস্য উদঘাটনে পলাতক রতনকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর