
নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় ব্র্যাক অফিসের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণ নিহত হয়েছেন। ওই তরুণের নাম জসিম মোল্যা (২০)। তিনি নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের ফলিয়া গ্রামের জাফর মোল্যার ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন এক পথচারী। তবে তাঁর ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।
গতকাল রোববার সন্ধ্যায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এর আগে দুপুর সাড়ে বারোটার দিকে শহরের দুর্গাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জসিমের চাচাতো ভাই মনিরুজ্জামান চঞ্চল।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার সকালে ফলিয়া গ্রামের নিজ বাড়ি থেকে নড়াইল শহরে গিয়েছিলেন জসিম। বেলা সাড়ে বারোটার দিকে শহর থেকে বাড়ি ফেরার পথে শহরের দুর্গাপুর এলাকায় ব্র্যাক অফিসের সামনে পৌঁছালে সড়ক পার হতে যাওয়া এক পথচারী নারী হঠাৎ তাঁর মোটরসাইকেলের সামনে চলে আসেন। তখন ওই পথচারীকে ধাক্কা দিয়ে জসিমের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের খাদে গিয়ে পড়ে। এতে আহত হন জসিম ও পথচারী নারী।
স্থানীয়রা তাঁদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান। পরে জসিমের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। বিকেল সাড়ে তিনটার দিকে পরিবারের লোকজন জসিমকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন,সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।#
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর