
দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রাম, জুলাই গণ-অভ্যুত্থানকালে সংঘটিত গুম, খুন, হত্যা, গণহত্যা, মানবতাবিরোধী অপরাধসহ সব ধরনের নির্যাতন-নিপীড়ন এবং রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধগুলোর দ্রুত উপযুক্ত বিচার দাবি করছে বাংলাদেশের জনগণ।
ন্যূনতম সময়ে আয়োজিতব্য একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা, বিশেষত তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন, মানবাধিকার, দুর্নীতি ও শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করছে জনগণ।
এর প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুটি সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন। সর্বশেষ গত ৫ই আগস্ট জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার দেওয়া ভাষণে আগামী বছরের ১২ই ফেব্রুয়ারি সম্ভাব্য তারিখ ঘোষণার পর রাজনৈতিক দলগুলো নড়েচড়ে বসেছে। ইতিমধ্যে বিএনপিসহ কিছু রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের রূপরেখা চেয়েছে। মাঠ পর্যায়ে দলগুলো তাদের শক্তি জানান দিতে গণসংযোগ শুরু করেছে। ১০৭ সাতক্ষীরা - ০৪ শ্যামনগর আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো দল গোছাতে ব্যস্ত। দীর্ঘদিন অগোছালো দলকে সুসজ্জিত করতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন দলগুলোর নীতিনির্ধারকরা। শ্যামনগরে নির্বাচন ঘিরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্ভাব্য একক প্রার্থী সাবেক দুই বারের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল প্রস্তুতি সম্পন্ন। দলের ১৯টি ডিপার্টমেন্ট চালু আছে এবং আগামী নির্বাচনকে সামনে রেখে সেগুলো আরো জোরদার করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে কেন্দ্রভিত্তিক প্রতিদিনের কার্যক্রম অনলাইনে দৃশ্যমান হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনে কোনো সময় পিছিয়ে ছিল না, এখনো নেই; বরং সময়ের সাথে তাল মিলিয়ে যুগোপযোগী করা হয়েছে।
অন্যদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একই আসনে ডজন খানেক সম্ভাব্য নাম উঠে এসেছে। এরমধ্যে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পিপি অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, যুক্তরাজ্য বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ড. মনিরুজ্জামান মনি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক জেলা বিএনপির সহসভাপতি ও বর্তমান জেলা বিএনপির সদস্য মাস্টার আব্দুল ওয়াহেদ, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক, জেলা বিএনপির সহসভাপতি ও বর্তমান জেলা বিএনপির সদস্য এম এ আশিক এলাহী মুন্না, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম খান, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক কেন্দ্রীয় ছাত্রদল ও সাবেক সহসম্পাদক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় যুবদলের আমিনুর রহমান আমিন, সাবেক কেন্দ্রীয় যুবদলের সদস্য ও সহপ্রশিক্ষণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের শাহজাহান রনিসহ তরুণ প্রজন্মের কয়েকজন প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। বিএনপি ও জামায়াত দলীয় নেতাকর্মীদের চাঙ্গা রাখতে সভা-সমাবেশ করলেও অন্যান্য দলগুলোর নেতাকর্মীদের দেখা মিলছে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্ভাব্য প্রার্থীরা দলের বর্তমান অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ৩১ দফার ওপর গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন।
দলীয় সভা-সমাবেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের বিগত সাড়ে ষোলো বছরের জুলুম-নির্যাতনের বিচারসহ তৎকালীন সময়ে বর্বরোচিত ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার হওয়া, শেখ হাসিনাসহ আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করাসহ আগামীর বাংলাদেশ কেমন হবে সেটার ওপর গুরুত্বারোপ করছে নেতাকর্মীরা।
এর বাইরে সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীদের পোস্টার, ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে গোটা শ্যামনগর। মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা বেশি থাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিএনপির নীতিনির্ধারকরা বলছেন, বড় দল হিসেবে অধিক প্রার্থী থাকাটা স্বাভাবিক ব্যাপার; তবে কেন্দ্রীয় নির্দেশনা পাওয়া মাত্রই সবাই এক কাতারে চলে আসবে।
দীর্ঘদিন ভোটাধিকার বঞ্চিত সাধারণ মানুষের প্রত্যাশা, সঠিক সময়ে উৎসবমুখর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার গঠিত হোক, যে সরকার দেশের উন্নয়নে কাজ করবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর