
নাটোরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেছেন, নাটোরের মানুষের জানমাল রক্ষা এবং নিরাপত্তা দিতে আমি ও আমার ডিপার্টমেন্টের পুলিশ সদস্যরা প্রতিশ্রুতিবদ্ধ। এ দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করব। রাষ্ট্র আমাকে যে কাজ দিয়েছে, তা করব। ধান কাটার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়নি। আইনশৃঙ্খলা রক্ষার জন্য রাষ্ট্র আমাকে দায়িত্ব দিয়েছে। সব মানুষকে আইনের নিরাপত্তা দেওয়াই আমাদের কাজ।
সোমবার রাতে পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নবাগত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, মিডিয়া হচ্ছে রাষ্ট্রের আয়না। রাষ্ট্রে কী কাজ হচ্ছে, তা সবাই দেখতে পায়। পুলিশ আগে কী করেছে, এখন কী করছে, সবাই দেখতে পাচ্ছে।
তিনি বলেন, এক গোষ্ঠী দীর্ঘ বছর দৈত্যের মতো মানুষের মাথায় চেপে বসেছিল। দেশের ছাত্র ও তরুণ সমাজ আন্দোলন করে তাদের পতন ঘটিয়েছে। মানুষের সম্পদ ও জীবনের নিরাপত্তা দেওয়া আমাদের মূল লক্ষ্য।
মতবিনিময় সভায় বক্তব্য দেন নাটোর প্রেসক্লাবের সভাপতি ফরাজি আহমেদ রফিক বাবন, সাধারণ সম্পাদক নাজমুল হাসান, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি নাসিম উদ্দিন নাসিম, সাধারণ সম্পাদক এস এম কামাল, সাংবাদিক হালিম খান, মামুন, বুলবুল আহমেদসহ অনেকে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর