
আল্লামা শাহ্ আকরাম আলীর শোডাউন যেন রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেছে। দীর্ঘদিন ধরেই তাঁর রাজনীতিতে আগমনের বিষয়ে আনাগোনা চলছিল। তবে এই প্রথম তিনি দলীয় পরিচয়ে আনুষ্ঠানিক মাঠে নামলেন। বলছিলাম বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাহ্ আকরাম আলীর কথা। সোমবার (৮ সেপ্টেম্বর) দিনব্যাপী শোডাউনে দলীয় নেতাকর্মী, ধর্মপ্রাণ মুসল্লিসহ সাধারণ জনগণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। এসময় তিনি নগরকান্দা ও সালথা উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন কয়েক হাজার মানুষের প্রায় এক হাজারেরও অধিক গাড়িবহর নিয়ে।
আল্লামা শাহ্ আকরাম আলী বলেন, "আমরা গোটা বাংলাদেশকে একটি বাস্তব বাংলাদেশ করব। আল্লাহর বিধান ও রাসুলের তরিকা চালু করব। আমরা রাজনীতিতে এসেছি ইসলামের প্রয়োজনে, মানুষের কল্যাণে। এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে শিশু, কিশোর, নারী, পুরুষ, শিক্ষিত, অশিক্ষিত সকল শ্রেণি-পেশার মানুষ নিরাপদে থাকবে।"
দিনব্যাপী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মুফতি শরাফাত হোসেন, ফরিদপুর জেলা কমিটির সভাপতি মাওলানা আমজাদ হোসেন, সহ-সভাপতি মাওলানা মিজানুর রহমান ফরিদী, সহ-সভাপতি মাওলানা মিজান মোল্লা, নগরকান্দা উপজেলা কমিটির সভাপতি মুফতি আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সাত্তার, সালথা উপজেলা কমিটির সভাপতি মাওলানা মফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুফতি কামরুজ্জামানসহ মুফতি মাহবুবুর রহমান, মোল্লাহ হাবিবুর রহমান, মাওলানা ফরহাদ হোসাইন প্রমুখ।
সর্বশেষ খবর