
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নাতানিয়াহু গাজা সিটির বাসিন্দাদের অবিলম্বে শহর ছাড়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, গাজার মূল অংশে বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি চলছে এবং ইসরায়েল ‘বৃহৎ শক্তি’ প্রয়োগ করবে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজায় স্থল অভিযান (গ্রাউন্ড ম্যানুভার) শুরু করার প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এর অংশ হিসেবে গাজার বিভিন্ন এলাকায় বিমান হামলা ও গোলাবর্ষণ জোরদার করা হয়েছে। এতে একাধিক বহুতল ভবন ধসে পড়েছে।
সামরিক বাহিনীর ঘোষণায় গাজার উত্তরাঞ্চলীয় বাসিন্দাদের আল-রশিদ সড়ক ব্যবহার করে শহর ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেনাদের দাবি, হামাসকে নির্মূল করতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
এদিকে গাজা সিটির মানুষ আতঙ্কে দিশেহারা। কোথায় নিরাপদ আশ্রয় নেওয়া যাবে তা বুঝতে পারছে না তারা। দক্ষিণ গাজার রাফাহ ও মাওয়া-সি এলাকায় আশ্রয় নিতে হাজার হাজার মানুষ ছুটছে। তবে পর্যাপ্ত খাদ্য, পানি ও ওষুধের অভাবে মানবিক সংকট আরও প্রকট হয়ে উঠেছে।
আন্তর্জাতিক মহল ইসরায়েলের এই পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করেছে। তীব্র লড়াইয়ের কারণে গাজায় বেসামরিক নাগরিকদের প্রাণহানি ও অবর্ণনীয় দুর্ভোগ অব্যাহত রয়েছে।
সর্বশেষ খবর