
গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৪২ হাজার টাকা সহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। সোমবার গভীর রাতে উপজেলার তুমুলিয়া ইউনিয়নের পৈনারটেক এলাকা থেকে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের পৈনারটেক গ্রামের বেলায়েত হোসেনের স্ত্রী মোছাঃ দিলরুবা (৪২) এবং গাজীপুর সদর উপজেলার ভুরুলিয়া (মাঝিরখোলা) এলাকার মৃত কালিম লস্করের স্ত্রী শবনম বেগম (৪৮)। পুলিশ জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে গোপনে ওই এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলাউদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, "সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসকারী মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। বেশ কিছুদিন ধরেই আমরা মাদক নির্মূলে বিশেষ অভিযান পরিচালনা করছি। এরই ধারাবাহিকতায়, সোমবার রাতে আমরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে, তুমুলিয়ার পৈনারটেক এলাকায় কয়েকজন নারী মাদকদ্রব্য কেনাবেচা করছে। এমন তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি চৌকস দল সেখানে অভিযান চালায়।"
ওসি আরও বলেন, "পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মোছাঃ দিলরুবা ও তার সহযোগীকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১৫ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৪২ হাজার টাকা উদ্ধার করা হয়।"
এই ঘটনায় কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ রাসেল বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করেছেন, যার নম্বর ১৬। মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিদের গাজীপুর জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর