
জামালপুরের সরিষাবাড়ীতে অনলাইন জুয়া ও ক্যাসিনো ব্যবসায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার (৮ সেপ্টেম্বর) ভোর রাতে ক্যাপ্টেন অর্ণব কবির প্রাপনের নেতৃত্বে ২৬ বীরের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাউয়ামারা ও স্থল গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে।
অভিযানে আটককৃতরা হলেন, উপজেলার কাউয়ামারা গ্রামের ঠান্ডু মিয়ার পুত্র মো. আলাল মিয়া (২৬) ও তার ভাই মো. দুলাল মিয়া (২৫), ইসমাইল হোসেনের পুত্র শ্রাবণ (২৭), স্থল গ্রামের আব্দুল আজিজের পুত্র মো. শামীম (২৭)। এ সময় তাদের নিজ নিজ বাড়ি থেকে ৫টি বাটন মোবাইল ফোন, ৯টি অ্যান্ড্রয়েড ফোন, ১টি আইফোন, ৪১টি সিমকার্ড, ২টি মেমোরি কার্ড, ৪টি ডেবিট/ক্রেডিট কার্ড, ২টি পাসপোর্ট, ৫টি জাতীয় পরিচয়পত্র, ১টি ল্যাপটপ, ২টি সিপিইউ, ১টি মনিটর এবং নগদ ২০,৪২৯ টাকা উদ্ধার করা হয়।
অভিযান শেষে জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিদের সরিষাবাড়ী থানার ইন্সপেক্টর মো. জসিমের নিকট হস্তান্তর করা হয় বলে জানা গেছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর