
শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলায় প্রাইভেটকারসহ আমদানি নিষিদ্ধ ৪৬ বোতল ভারতীয় মদ জব্দ করে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কাকরকান্দি ইউনিয়নের বরুয়াজানী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। একই দিন দুপুরে তাদেরকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- পাশ্ববর্তী হালুয়াঘাট উপজেলার কড়ইতলী এলাকার মৃত আব্দুল হামিদের পুত্র ফারুক হোসেন (৩০), ছাতুঁগাও এলাকার রহুল আমিনের পুত্র সেলিম মিয়া (২০) ও গাজীপুরের শ্রীপুর উপজেলার পাথারপাড়া এলাকার আনোয়ার হোসেনের পুত্র রাহিম (৩০)।
থানা পুলিশ জানায়, মাদক পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে উপজেলার বরুয়াজানী এলাকায় নালিতাবাড়ী-হালুয়াঘাট রোডে অবস্থান নেয় পুলিশ। এসময় একটি সাদা প্রাইভেটকারকে থামার জন্য সংকেত দিলে প্রাইভেটকার থামিয়ে প্রাইভেটকারে থাকা ব্যক্তিরা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তিন জনকে আটক করতে সক্ষম হয়। একজন দৌড়ে পালিয়ে যায়। পরে প্রাইভেটকারে তল্লাশি করে দুইটি প্লাস্টিকের বস্তায় ৪৬ বোতল ভারতীয় মদসহ প্রাইভেটকার জব্দ করে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, এ ঘটনায় নালিতাবাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। একইসাথে গ্রেপ্তারকৃতদের শেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর