
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় পুলিশের অভিযানে চারটি নৌকায় ৬০০ ঘনফুট বালুসহ ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার মধ্যনগর সদর ইউনিয়নের জমশেরপুর ও বদাখালি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই একটি বালুখেকো চক্র বদাখালি নদীসহ কয়েকটি নদী থেকে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল। এরই ধারাবাহিকতায় আজও তারা একই প্রক্রিয়ায় বালু উত্তোলন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে মধ্যনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিবুর রহমানের নির্দেশনায় এসআই মোঃ হামিদুর রহমান, এএসআই মোঃ আব্দুর রউফ সঙ্গীয় ফোর্সের সহায়তায় মধ্যনগর সদর ইউনিয়নের জমশেরপুর ও বদাখালি নদীতে অভিযান চালানো হয়। ইজারাবিহীন ও সরকারি অনুমোদন ছাড়া অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে চারটি ইঞ্জিনচালিত স্টিলবডি নৌকায় ৬০০ ঘনফুট বালু জব্দ করা হয় এবং ২৪ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মধ্যনগর থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মধ্যনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাদের সুনামগঞ্জ আদালতে পাঠানো হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর