
ভোলার লালমোহনে এক মসজিদেই আড়াই কোটিরও বেশি নগদ টাকা সঞ্চয় রয়েছে। ওই টাকা মসজিদের ব্যাংক হিসাবে জমা আছে।
সম্প্রতি আগস্ট মাসের হিসাব বিবরণী প্রকাশ্যে তুলে ধরে লালমোহন পৌরসভার উত্তর বাজার বাইতুর রেদওয়ান জামে মসজিদ কমিটি।
এতে দেখা যায়, উত্তর বাজার বাইতুর রেদওয়ান জামে মসজিদের ৩১ আগস্ট পর্যন্ত মোট ব্যাংকে জমা রয়েছে ২ কোটি ৫৬ লাখ ৯১ হাজার ৪১৭ টাকা; যা গত সেপ্টেম্বর মাস পর্যন্ত জমা ছিল ২ কোটি ৫০ লাখ ১ হাজার ৪৬৩ টাকা। আগস্ট মাসেই মসজিদের আয় হয়েছে ৫ লাখ ৪৬ হাজার ৪৫৫ টাকা। এর মধ্যে কেবল দান বাক্স থেকেই আয় ৪ লাখ ৬০ হাজার ৩১০ টাকা। ঘর ভাড়া থেকেও আয় ৭২ হাজার ৫২৫ টাকা। আর আগস্ট মাসে মসজিদের যাবতীয় ব্যয় হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৫২২ টাকা।
কথিত আছে লালমোহনের এই মসজিদে ‘দান করলে দান কবুল হয়’। তবে যাই হোক মাত্র ৫টি দান বাক্স থেকে মসজিদের এই মাসিক আয় উপজেলায় শীর্ষ স্থানে রয়েছে। পাশাপাশি দান বাক্স ভেঙে টাকা নিয়ে যাওয়ারও ঘটনা ঘটেছে।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানান, অনেক বছর আগে রাতের আঁধারে মসজিদের বাইরে থাকা একটি দান বাক্স ভেঙে টাকা নিয়ে যায় কেউ। অনেক দিন পর প্রবাস থেকে একজন চিঠি পাঠিয়ে ওই দানবাক্স ভাঙার কথা স্বীকার করেন। তিনি সেই সময় বিদেশ যাবার টাকা না পেয়ে মসজিদের দান বাক্স ভেঙে টাকা নিয়েছিলেন। পরে বিদেশে গিয়ে উপার্জন করে সেই টাকার দ্বিগুণ ফেরত দেন তিনি।
মসজিদ কমিটির সভাপতি অ্যাডভোকেট আমিনুল ইসলাম ফিরোজ জানান, নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকে স্বচ্ছতা রক্ষার জন্য সব আয় ব্যয়ের হিসাব প্রকাশ্যে তুলে ধরছেন তিনি; যা মসজিদের সব মুসল্লিসহ পুরো এলাকাবাসী জানতে পারেন। কারণ এই মসজিদে শুধু এখানকার মুসল্লিরাই দান করেন না, বাইরের লোকের দানও অনেক। প্রতি মাসে মসজিদের দানের টাকা প্রকাশ্যে খুলে ব্যাংকের লোকদের উপস্থিতিতে ব্যাংকের অ্যাকাউন্টে জমা রাখা হয়।
তিনি বলেন, মসজিদটি যেহেতু লালমোহনের মধ্যে একটি প্রসিদ্ধ মসজিদ, তাই এখানকার সাবেক এমপি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদসহ সবার পরামর্শে পরিকল্পনা নেওয়া হয়েছে এখানে অত্যাধুনিক ৬ তলা মসজিদ নির্মাণ করা হবে। সেই পরিকল্পনা নিয়েই এগিয়ে চলছে। বর্তমানেও মুসল্লিরা শীত কিংবা গরমে যাতে কষ্ট না পায় তার প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে মসজিদে।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর