
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সিলেট-সুনামগঞ্জ সড়কে প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক জুয়েল মিয়া (৩৫) নিহত হয়েছেন। তিনি সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। এই দুর্ঘটনায় তার সঙ্গে থাকা এক সহযোগী গুরুতর আহত হয়েছেন।
শনিবার সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলার জয়কলস গ্রামের পাশে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী জানান, সকালে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়কে জয়কলস এলাকায় একটি প্রাইভেট কার ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হন। এ সময় মোটরসাইকেলে থাকা অপর আরোহী গুরুতর আহত হন। পরে এলাকাবাসীর সহযোগিতায় আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুমন কুমার চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
সর্বশেষ খবর