
বরগুনার আমতলীতে পানিতে পড়ে আছিয়া (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু আছিয়া উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের পূর্ব তারিকাটা গ্রামের ইউনুচ প্যাদার মেয়ে।
ঘটনাটি ঘটেছে শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের পূর্ব তারিকাটা গ্রামে।
নিহতের স্বজন সূত্রে জানা গেছে, নিহত শিশু আছিয়ার মা নিপা বেগম সকালে বাড়ির গৃহস্থালির কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। ওই সময় আছিয়া বাড়ির উঠানে বসেই খেলাধূলা করতে ছিলো। খেলার ফাঁকে কোন এক সময় শিশু আছিয়া বাড়ির পিছনে থাকা পুকুরে পড়ে ডুবে যায়।
মা নিপা বেগম তার শিশু সন্তান আছিয়াকে কোথাও খুঁজে না পেয়ে বেলা ১১টার দিকে বাড়ির পিছনের পুকুরে ভাসতে দেখে ডাক চিৎকার দেশ। ওই সময় প্রতিবেশী ও আত্মীয় - স্বজনরা এগিয়ে এসে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে দ্রুত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশু আছিয়াকে মৃত্যু ঘোষণা করেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জগলুল হাসান বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যুর সংবাদ পেয়েছি। কোন অভিযোগ না থাকায় শিশুটির পরিবার মরদেহ দাফন করার জন্য নিয়ে গেছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর