
সরকার দীর্ঘদিন কারাবন্দি থাকা দণ্ডপ্রাপ্তদের সাজার মেয়াদ কমানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, বিশেষ করে বয়স্ক ও নারী কারাবন্দিদের জন্য এ সুবিধা কার্যকর হবে।
“নারীদের ক্ষেত্রে যাবজ্জীবনের সাজা ২০ বছরে নামিয়ে আনা হবে। পুরুষদের জন্য মেয়াদ কিছুটা বেশি হতে পারে, তবে সুনির্দিষ্ট সময় এখনো চূড়ান্ত হয়নি,” বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।
আগামী জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশিক্ষণসহ বিভিন্ন প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এছাড়া সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস নিয়ে ফরিদপুরে চলমান অবরোধ প্রসঙ্গে তিনি সতর্ক করে বলেন,
“অবরোধের কারণে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছেন। বিকেলের মধ্যে অবরোধ না সরালে আইনশৃঙ্খলা বাহিনী বল প্রয়োগ করে পরিস্থিতি স্বাভাবিক করবে।”
সর্বশেষ খবর