
সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের নির্ধারিত স্থান বুড়ি পোতাজিয়া মৌজায় অসাধু চক্রের অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার বিকাল তিনটায় অস্থায়ী অ্যাকাডেমিক ভবন–৩ থেকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মিছিল শুরু করেন। মিছিলটি শাহজাদপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেন এবং শাহজাদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
বিক্ষোভে শিক্ষার্থীরা অভিযোগ করেন বলেন, “রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পকে ঘিরে নানামুখী ষড়যন্ত্র চলমান। অবৈধ বালু উত্তোলন সেই ষড়যন্ত্রেরই অংশ।” তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “অবিলম্বে বালু উত্তোলন বন্ধ ও দায়ীদের গ্রেফতার না করলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও অবৈধ বালু উত্তোলন বন্ধে জরুরি ভিত্তিতে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে ইউএনও বরাবর চিঠি দিয়েছে এবং শাহজাদপুর থানায় জিডি করেছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর