
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমানকে বদলী করা হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ শাখা-১ এর যুগ্ম সচিব আবুল হায়াত মোঃ রফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বদলী করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) কে বদলীপুর্বক বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানী উন্নয়ন ব্যুরোর উপপরিচালক হিসেবে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান (১৮১৭৮) কে প্রেষণে নিয়োগের নিমিত্তে তার চাকরী সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো। আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে বদলীকৃত কর্মস্থলে যোগদান করবেন, অন্যত্থায় আগামী ২১ সেপ্টেম্বর অপরাহৃ থেকে তাৎক্ষনিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হবেন।
জানাগেছে, গত ২৩ আগস্ট মারা যান গোয়ালন্দের নুরুল হক ওরফে নুরাল পাগলা। এরপর তার ভক্তরা দরবারের ভেতরে তাকে কবর দেন এবং কবরের উপরের ১০-১২ উঁচু একটি স্থাপনা নির্মাণ করা হয় যা সৌদি আরবের মক্কায় অবস্থিত মুসলমানদের কেবলা কাবা শরীফে মতো দেখতে। তাই এ নিয়ে আপত্তি জানাচ্ছিলেন স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানগণ।
এ নিয়ে বেশ কয়েকদিন ধরে সেখানে উত্তেজনা বিরাজ করছিল। পরে শুক্রবার জুমার নামাজের পর ইমান আক্বিদা রক্ষা কমিটির ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করেন। গত ০৫ সেপ্টেম্বর তারা দরবারে হামলা চালান এবং দরবারের ভেতরে থাকা নুরাল পাগলের কবর ভেঙে দেন। সেই সঙ্গে কবর থেকে মরদেহ উত্তোলন করে তা পুড়িয়েও দেন। দরবারে হামলা, লুটপাট ও ভাংচুরের ঘটনা ঘটে। রাসেল মোল্যা নামে একজন নিহত হয়।
গোয়ালন্দ থানা পুলিশের উপরে হামলা, পুলিশের গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় গোয়ালন্দ থানা পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ৩৫০০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। গত ০৮ সেপ্টেম্বর নিহত রাসেলের পিতা আজাদ মোল্যা বাদী হয়ে অজ্ঞাতনামা ৩৫০০-৪০০০ জনকে আসামী করে গোয়ালন্দ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় এ পর্যন্ত ২৪ জন গ্রেপ্তার হয়েছে। এর আগে গোয়ালন্দ ঘাট থানার ওসিকে বদলী করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর