
বিয়ের প্রলোভন দেখিয়ে এক সন্তানের জননী ও বিউটি পার্লারের মালিক রুপার (২৭) তার কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার এক যুবকের বাড়িতে বিয়ের দাবীতে অবস্থান করছেন এক নারী। অভিযুক্ত যুবক হৃদয় (২৯) তার আসার খবর জানতে পেরে পরিবারসহ ঘরে তালা দিয়ে লাপাত্তা হয়ে গেছে।
ভুক্তভোগী রুপা (২৭) অভিযোগ করে জানান, নোয়াখালীর বিভিন্ন অনুষ্ঠানে নাচের জুটি হিসেবে কাজ করার সময় সোনাইমুড়ির ঘাসির খিল গ্রামের বাসিন্দা হৃদয়ের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে হৃদয় তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে কক্সবাজার ও চাটখিলের একটি আবাসিক হোটেল এবং ত একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে।
এভাবে তাদের সম্পর্ক চলছিল, কিন্তু গত শনিবার রুপা জানতে পারেন যে হৃদয় গোপনে অন্য একটি মেয়েকে বিয়ে করেছেন। এই খবর পেয়েই তিনি হৃদয়ের বাড়িতে ছুটে আসেন। তার আসার খবর পেয়ে হৃদয় এবং তার পরিবারের সদস্যরা ঘরে তালা দিয়ে পালিয়ে যায়। রুপা আরও অভিযোগ করেন, হৃদয় তাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে তিন লাখ টাকারও বেশি হাতিয়ে নিয়েছেন। তিনি জানান, এর আগেও একবার বিয়ের দাবিতে হৃদয়ের বাড়িতে এলে হৃদয় ও তার বাবা খায়রুল বাশারসহ পরিবারের লোকজন তাকে নির্যাতন করেছিলেন।
হৃদয়ের বিষয়ে স্থানীয়রা জানান, তার বিরুদ্ধে এর আগেও এমন একাধিক নারী ঘটিত ঘটনার অভিযোগ রয়েছে। গ্রামের মানুষও তার এসব কর্মকাণ্ডের বিচার দাবি করছেন।
গ্রামে প্রতিকার না পেয়ে রুপা স্থানীয় দেওটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান বাবলুর কাছে হাজির হন। চেয়ারম্যান তাকে আইনি সহায়তার আশ্বাস দিয়েছেন। বর্তমানে রুপা হৃদয়ের বাড়ির সামনে অবস্থান করছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর