
পলাশ উপজেলার ইছাখালী ফাযিল ডিগ্রি মাদ্রাসার আন্তঃশ্রেণি ফুটবল, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী নবীর আদর্শ মনেপ্রাণে ধারণ করে জীবন গঠনের আহ্বান জানিয়েছেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকালে মাদ্রাসার অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "আমরা মানুষের সাথে কেমন আচরণ করব, মানুষের সাথে কেমন ব্যবহার করব তা অনুকরণীয় হিসাবে আমাদের শিখিয়ে গেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সত্যবাদী ছিলেন, তাকে সবাই বিশ্বাস করত, তাই সবাই তাকে আল-আমিন বলে ডাকত।"
জেলা প্রশাসক আরও বলেন, "আমরা চাই আমাদের সমাজে ভালো মানুষ তৈরি হোক। সমাজে ভালোর সংখ্যা বেশি হলে খারাপ স্বয়ংক্রিয়ভাবে দূর হয়ে যাবে, তাই ভালো শিক্ষার পাশাপাশি ভালো মানুষ হওয়া অত্যন্ত জরুরি। এগিয়ে যাওয়ার জন্য আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক উন্নয়ন খুব জরুরি।"
অত্র মাদ্রাসার (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মো: আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: নাজমুল হাসান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবু বকর সিদ্দিকী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার আরবি বিভাগের প্রধান, সহকারী অধ্যাপক মাশিহুর রহমান মামুন, অত্র মাদ্রাসার বিদ্যুৎ শাহি মো: মসিউর রহমান, অত্র মাদ্রাসার অভিভাবক প্রতিনিধি নাজমুল হাসান, পলাশ উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ মাসুদ করিমসহ অত্র মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর