
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বাজারে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টার সময় জনতা মাংসসহ এক কসাইকে আটক করেছে। সোমবার দুপুরে ভূরুঙ্গামারী বাজারের মাংস পট্টিতে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভূরুঙ্গামারী বাজারের কসাই শাহিনুর আলম একটি অসুস্থ গরু জবাই করেন। গরুটির চামড়া ও মাংসে লাম্পি রোগের ক্ষত দেখতে পেয়ে জনতা বিষয়টি ভূরুঙ্গামারী হাসপাতালের স্যানিটারি ইন্সপেক্টর আবু বক্কর সিদ্দিককে জানান। উপজেলা প্রাণিসম্পদ অফিসের মাঠকর্মী নুর মোহাম্মদকে সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা পান। এসময় পশু জবাইয়ের কোনো ছাড়পত্র দেখাতে পারেননি কসাই। পরে রোগাক্রান্ত গরুর মাংস জব্দ করে সেগুলো পুঁতে ফেলা হয়।
স্থানীয় জমির আলী, মহিবুল ইসলামসহ আরও অনেকে অভিযোগ করেন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের নজরদারির অভাবে উপজেলার বিভিন্ন হাটবাজারে হরহামেশাই মৃত ও রোগাক্রান্ত পশু জবাই করে বিক্রি করা হয়।
স্যানিটারি ইন্সপেক্টর আবু বক্কর সিদ্দিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গরুর মাংস জব্দ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার জেলায় মিটিংয়ে থাকায় কসাইয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা সম্ভব হয়নি। তবে মুচলেকা নেওয়া হয়েছে এবং মাংসগুলো মাটির নিচে পুঁতে রাখা হয়েছে।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডাঃ হোসনে আরা খাতুন জানান, জনবল সংকটের কারণে নিয়মিত অভিযান পরিচালনা সম্ভব হয় না। তবে রোগাক্রান্ত পশু জবাই বন্ধে এখন থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। তিনি আরও জানান, রোগাক্রান্ত পশুর মাংস খেলে মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাওয়াসহ বিভিন্ন মারাত্মক রোগ হতে পারে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর