
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর বিশেষ অভিযানে ৮৫টি মালিকবিহীন ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বিকেল চারটার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়নের অধীনস্থ কাকডাংগা বিওপির দায়িত্বপূর্ণ গেড়াখালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিজিবির একটি চৌকস টহল দল গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৮৫টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করা হয়।
জব্দকৃত মোবাইল ফোনগুলো বিভিন্ন ব্র্যান্ডের এবং যার আনুমানিক মূল্য ২৫ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। বিজিবি জানায়, সীমান্ত এলাকায় ভারতীয় পণ্য বিশেষ করে মোবাইল ফোন চোরাচালান একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এসব চোরাচালানের কারণে সরকার রাজস্ব হারাচ্ছে এবং বিভিন্ন অপরাধ প্রবণতা বাড়ছে।
বিজিবি সূত্রে জানা যায়, আটককৃত মোবাইল ফোন সাতক্ষীরা কাস্টমস্ এ জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে সাতক্ষীরা ব্যাটালিয়নের লেঃ কর্নেল মো. আশরাফুল হক বলেন, চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সজাগ রয়েছে। সীমান্ত এলাকায় অবৈধভাবে আনা ভারতীয় পণ্য আটক ও জড়িতদের আইনের আওতায় আনার জন্য বিজিবি নিরলসভাবে কাজ করছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর