
কক্সবাজারের টেকনাফে ১ লাখ ৭০ হাজার ইয়াবাসহ তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)–১৫। শনিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবিবপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল হাসিনার মায়ের টিনসেড বাড়িতে অভিযান চালায়। এ সময় ইসমত আরা (২৪), আবদুর রহিম (৩০) ও শামীনারা বেগমকে (৩৬) আটক করা হয়। তাদের কাছ থেকে ১ লাখ ৭০ হাজার ইয়াবা, একটি স্মার্টফোন ও দুটি বাটন ফোন জব্দ করা হয়।
অভিযান চলাকালে আসামিদের সহযোগী মো. হাসান (২৪) পালিয়ে যান বলে জানিয়েছে র্যাব।
আটক হওয়া ইসমত আরা কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এ/১–এর বাসিন্দা। আবদুর রহিম মধ্য হ্নীলা রইক্ষ্যং এলাকার এবং শামীনারা বেগম ছোট হাবিবপাড়ার স্থানীয় বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক।
তিনি জানান, আটকরা দীর্ঘদিন ধরে ইয়াবা কারবারে জড়িত। তারা সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর