
রাজবাড়ীর পাংশা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আরিফুল ইসলাম আরিফের বাবা সানাউর রহমান সোমবার বিকেল ৫টায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মঙ্গলবার সকাল ১০টায় মৈশালা দারুল উলুম দাখিল মাদ্রাসা মাঠে জানাজার নামাজ শেষে পাংশা পৌর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলামের বাবার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি। কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের পক্ষে কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত কেন্দ্রীয় প্যাডে শোকবার্তা জানানো হয়। এতে দীর্ঘদিনের সংগ্রামী সহযোদ্ধার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। এ ছাড়াও রাজবাড়ী জেলা যুবদল আনুষ্ঠানিকভাবে শোক জানিয়েছে।
জানাাজায় উপস্থিত ছিলেন পাংশা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও পাংশা কলেজের সাবেক অধ্যক্ষ এ আর মাহমুদুল হক রোজেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভিপি হাবিবুর রহমান রাজা, পাংশা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শওকত আলী সরদার, পাংশা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মন্ডল, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেন খান, সাবেক সাধারণ সম্পাদক মশিউল আলম চুন্নু, রাজবাড়ী জেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক ভিপি খায়রুল আনাম বকুল, পাংশা উপজেলা যুবদলের সদস্য সচিব সেলিম সরদার, পাংশা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার সরদার, পাংশা পৌর যুবদলের আহ্বায়ক ফরিদ সরদার, কালুখালী উপজেলা যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান, সদস্য সচিব জাকির হোসেন, পাংশা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম মিয়া, সদস্য সচিব শহিদুল ইসলাম খোকন, জেলা ছাত্রদল নেতা সজীব রাজাসহ পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি থেকে অসংখ্য মানুষ।
জানাজার নামাজ পড়ান পাংশা শাহজুই কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও পাংশা পৌর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আবু মুসা আশয়ারী।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর