
রাজবাড়ীর পাংশা উপজেলায় এক গৌরবোজ্জ্বল ঘটনা ঘটেছে। ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারে একইসঙ্গে স্বামী-স্ত্রী সফলতা অর্জন করেছেন। তাঁরা হলেন ডা. ইনজামামুল হক শিহাব ও তাঁর স্ত্রী ডা. সিফাত জান্নাত স্পর্শ। দুজনই সহকারী সার্জন পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
একসঙ্গে বিসিএস জয় করায় তাঁদের পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের আবহ বিরাজ করছে। স্থানীয়রা জানান, এ সাফল্য শুধু পরিবার নয়, গোটা এলাকার জন্যই এক অনন্য অর্জন।
ডা. ইনজামামুল হক শিহাব ও ডা. সিফাত জান্নাত স্পর্শ দীর্ঘদিন ধরে চিকিৎসা পেশায় কাজ করে আসছেন। নিজেদের মেধা, শ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে তাঁরা এই সাফল্য অর্জন করেছেন।
তাঁদের এ অর্জন রাজবাড়ী জেলার তরুণ প্রজন্মের জন্য প্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন শিক্ষাবিদ ও সচেতন মহল।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর