
খাগড়াছড়ির পানছড়িতে বিদ্যুৎ গ্রাহকদের মিটার রিডিংয়ের চেয়ে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসায় উত্তেজিত জনতা বিদ্যুৎ অফিস ঘেরাও করে। এই জেরেই বাদানুবাদের একপর্যায়ে সহকারী আবাসিক প্রকৌশলীকে গণপিটুনি দিয়ে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে বিক্ষুব্ধ জনতা।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার টিঅ্যান্ডটি টিলাস্থ বিদ্যুৎ অফিসে এই ঘটনা ঘটে। একপর্যায়ে সাধারণ জনগণ সহকারী প্রকৌশলীকে মারধর করে টেনেহিঁচড়ে পানছড়ি সাবজোনে সেনাবাহিনীর নিকট হস্তান্তর করে।
বিদ্যুৎ বিভাগের অনিয়ম নিয়ে অফিস ঘেরাওকারীদের মধ্যে সন্তোষ চাকমা, আব্দুল আলী, আব্দুল খালেক, জহর লাল চাকমা, চিজি মনি ত্রিপুরাসহ অনেকে জানান, অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে আর্থিক সুবিধা গ্রহণ করে এবং সাধারণ গ্রাহকদের মিটার রিডিংয়ের অতিরিক্ত বিল দেওয়া হয়। বারবার অভিযোগ জানালেও, কোনো সুরাহা করছেন না এই কর্মকর্তারা। বিল অনিয়মের সমাধান না হলে প্রয়োজনে কঠোর কর্মসূচি গ্রহণ করার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
সচেতন মহল বলছে, এই বিষয়ে উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা সভায় একাধিকবার উপস্থাপিত হলেও কোনো সমাধান হয়নি। বিদ্যুৎ সাব-স্টেশনে ফিডারে মিটার বসিয়ে কোন লাইনে অবৈধ গ্রাহক বেশি সেই এলাকায় অবৈধ গ্রাহকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে অতিরিক্ত বিদ্যুৎ বিল কমানো সম্ভব। এই বিষয়ে বিদ্যুৎ কর্মকর্তার অবহেলা পরিলক্ষিত হয়।
পানছড়ি সাবজোন গ্রাহকদের অভিযোগ শুনে সকলকে লিখিত অভিযোগ দাখিল করার জন্য পরামর্শ প্রদান করেন এবং এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আশ্বস্ত করেন। সহকারী প্রকৌশলী চঞ্চল মিয়া বর্তমানে পানছড়ি সাবজোনের হেফাজতে রয়েছেন বলে জানা যায়।
হিসাব অনুযায়ী, পানছড়ি বিউবো-র আওতায় সরকারি-বেসরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান, ক্ষুদ্র শিল্প, বাণিজ্যিক ও আবাসিক গ্রাহকসহ প্রায় ১৫ হাজার গ্রাহক রয়েছে। বিদ্যুৎ সরবরাহকৃত এলাকাগুলোর মধ্যে পানছড়ি সদরসহ জগত মোহন পাড়া, দুদক ছড়া, লোগাং, তারাবন, চেঙ্গী, দমদম অক্ষয়পাড়া, লতিবান, পাইয়্যং পাড়া, মরাটিলা, মাটিরাঙ্গা উপজেলার যামিনী পাড়া, তাইন্দং, তানাক্কা পাড়া, নোয়াপাড়াসহ বেশ কিছু এলাকায় বিদ্যুৎ গ্রাহকদের সঙ্গে কথা বললে মিটার দেখেও রিডিংয়ের অতিরিক্ত বিল, নতুন সংযোগে অতিরিক্ত টাকা, অবৈধ সংযোগ, সহকারী প্রকৌশলী চঞ্চল মিয়ার নিজস্ব বাহিনীর হুমকি-ধমকিসহ গ্রাহকদের নানা ভোগান্তির কথা উঠে আসে।
পানছড়ি থানার অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিন বলেন, "অতিরিক্ত বিদ্যুৎ বিলে অতিষ্ঠ হয়ে বিক্ষুব্ধ গ্রাহকরা বিদ্যুৎ অফিস ঘেরাও করে। এ সময় তারা সহকারী প্রকৌশলীকে হেনস্তা করে। পুলিশ বাধা দিতে গেলে পুলিশের কাজে তারা বাধা দেয়। পরে সহকারী প্রকৌশলীকে বিদ্যুৎ গ্রাহকরা পানছড়ি সাবজোনের সেনাবাহিনীর নিকট হস্তান্তর করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।"
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর