
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মনিয়ন্ধ ইউনিয়নের গ্রীসনগর রেলক্রসিংয়ে রেলওয়ে কর্তৃপক্ষের উদ্যোগে রাস্তা বন্ধ করতে গেলে স্থানীয়দের বাধার মুখে পড়ে উত্তেজনা দেখা দেয়।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে মনিয়ন্ধ ইউনিয়নের গ্রীসনগর রেলক্রসিংয়ে রেলপথ অবরোধ করে ট্রেন থামিয়ে স্থানীয়রা বিক্ষোভ করে। এসময় বিক্ষোভকারীরা চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী চট্রলা এক্সপ্রেস ও ঢাকা থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেন থামিয়ে প্রায় আধাঘন্টা অবরোধ করে রাখে।
কুমিল্লা সাব-ডিভিশন রেলের নির্দেশ মোতাবেক মিজানুর রহমান সহ এসএসই/ওয়ে কুমিল্লা’র কয়েকজন কর্মী অনুমোদনবিহীন ওই রাস্তা বন্ধ করতে গেলে স্থানীয় বাসিন্দারা বাধা দিলে তারা রাস্তা বন্ধ না করে চলে যান।
খবর পেয়ে আখাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং স্থানীয় বিএনপি নেতা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লিলু মিয়া, জাহাঙ্গীর আলম ও স্থানীয় মেম্বার দুলাল মিয়ার সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে রেলওয়ে কর্তৃপক্ষ রাস্তা বন্ধ না করে চলে যান এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়দের দাবি, জোর করে যদি ওই পথে খুঁটি স্থাপন করে যোগাযোগ বন্ধ করা হয়, তবে পরিস্থিতি আরো অবনতি ঘটতে পারে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম বলেন, লেভেল ক্রসিংটি অবৈধ হওয়ায় কর্তৃপক্ষ সেটি বন্ধ করতে যায়। কিন্তু স্থানীয়রা বাধা দেন। এতে সাময়িকভাবে দুটি ট্রেন আটকা পড়ে। পরে এলাকাবাসীকে আশ্বস্ত করা হয়েছে যে বিষয়টির সমাধান করা হবে।
উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর একই স্থানে বিজয় এক্সপ্রেস ট্রেনের সাথে সিএনজি সংঘর্ষে দুইজন নিহত হওয়ার পর রেলওয়ে ক্রসিংটি বন্ধের সিদ্ধান্ত নেয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর