
আসন্ন দূর্গাপুজা উপলক্ষে চুয়াডাঙ্গা জেলার মন্দিরে মন্দিরে চলছে প্রতিমা তৈরির কাজ। এবার জেলায় ১১৩ টি দূর্গামন্দিরে উৎসবে মাতবে জেলার সনাতন ধর্মাবলম্বীরা। শারদীয় দুর্গোৎসবকে ঘিরে চুয়াডাঙ্গা জুড়ে বইতে শুরু করেছে উৎসবের আমেজ। শহর থেকে গ্রাম সবখানেই মন্দিরে মন্দিরে শুরু হয়েছে প্রতিমা তৈরির কাজ। আর কয়েকদিন পর থেকে শুরু প্রতিমার রং আঁচড়ের কাজ। তারপর দেবি দূর্গার আগমন ঘটবে।
চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন দূর্গামন্দির ঘুরে জানা গেছে, শহরতলীর দৌলতদিয়ার দক্ষিণ পাড়া বারোয়ারী দূর্গা মন্দিরে দেখা যায় চারজন কারিগর একযোগে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। কারিগররা তাদের সুনিপুণ হাতের ছোঁয়ায় তৈরি করছেন প্রতিমা। কারিগরদের দক্ষ হাতে বাঁশ-খড়ের কাঠামোতে মাটির আস্তরণে ধীরে ধীরে ফুটে উঠছে দেবী দুর্গার অপরূপ চিত্র। ইতোমধ্যেই বেশ কিছু প্রতিমার কাঠামো দাঁড়িয়ে গেছে। চলছে মাটি লাগানো ও শুকানোর কাজ। পূজাকে সামনে রেখে প্রতিমা শিল্পীরা এখন দিনরাত ব্যস্ত সময় পার করছেন। এবার দেবী দুর্গার আগমন ঘটছে গজে চড়ে। সবার আর্শিরবাদ দিয়ে তিনি গমন করবেন দলায় গমন করবেন।
এবার আসন্ন শারদীয় দূর্গাৎসব ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে কঠোর তৎপর। কোন রকম অপ্রীতিকর ঘটনা এরাতে মন্দিরে মন্দিরে স্থাপন করা চলছে সিসি ক্যামেরা। সারাদেশে এবার বিশ্বব্যাপী দুর্গাপূজা শুরু হবে আগামী ২৮ সেপ্টেম্বর (রবিবার) মহাষষ্ঠী দিয়ে এবং ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন এর মধ্যে দিয়ে শেষ হবে হিন্দু-ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয়া দূর্গা পূজা। এর আগে ২১ সেপ্টেম্বর মহালয়ার মাধ্যমে দেবীপক্ষের সূচনা হবে।
দৌলতদিয়ার দক্ষিন পাড়া বারোয়ারি দূর্গা মন্দির কমিটির কোষাধ্যক্ষ অঞ্জন সাহা আবির জানান, প্রতিবছরের মতো এবারও আমাদের মন্দিরে শারদীয়া দূর্গা পূজার আয়োজন করা হচ্ছে। প্রতিমা নির্মাণ প্রায় শেষের পথে। পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে মন্দির কমিটির পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। স্থানীয় ভক্ত ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় পূজাকে সাফল্যমণ্ডিত করে তুলবে।
প্রতিমা নির্মাণের দায়িত্বে থাকা কারিগর উত্তম পাল বলেন, অনেক বছর ধরে প্রতিমা তৈরি করছি। প্রতিবারই ভিন্ন ভিন্ন জায়গায় গিয়ে কাজ করি। চুয়াডাঙ্গার মানুষ খুব আন্তরিক, তাই এখানে কাজ করতে ভালো লাগে। প্রতিমা তৈরির কাজ কঠিন হলেও মানুষের আনন্দ-উচ্ছ্বাস দেখেই আমরা অনুপ্রেরণা পাই।
এদিকে প্রতিমা তৈরির কাজ দেখতে এসে ছোটো শিশু মেধা সাহা আবেগঘন কণ্ঠে জানান, প্রতিবার পূজায় মা দুর্গাকে সাজানো দেখতেই সবচেয়ে ভালো লাগে। এবারের মা আরও সুন্দর হবে। দূর্গা মা যেন লাল শাড়ি পরে থাকেন, তাতে মা একেবারে রাণীর মতো লাগবে।
এবিষয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায় বলেন, শারদীয় দূর্গাপুজার প্রতিমা তৈরি ও সব রকম প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পুজা উপলক্ষে যেসব পদক্ষেপ নেয়া দরকার। সিসি ক্যামেরা লাগানো ও অন্যান্য সব প্রস্তুতি চলছে। পুজা মন্ডপে অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় সেচ্ছাসেবক পাহারায় থাকবে। একসাথে পুলিশ ও আনসার বাহিনী কঠোর তৎপর রয়েছে। যাতে সুন্দর শারদীয় দূর্গৎসব সম্পন্ন হয়। চুয়াডাঙ্গা জেলায় অতীতের মতো এবারও শারদীয় দূর্গাৎসবে মাতবে হিন্দু ধর্মাবলম্বীরা
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর