
বরগুনায় যৌথবাহিনীর চেকপোস্ট পরিচালনায় ৯টি মামলায় ৩৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বরগুনা সদর এম এম টাওয়ার সংলগ্ন সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
নৌবাহিনীর লেফটেন্যান্ট আবু মোহাম্মদ তারেক আদনান (এস), বিএন (পি নং ৩৪৯৯) এর নেতৃত্বে ৯ সদস্যের একটি সেকশন এবং বরগুনা সদর ট্রাফিক পুলিশের ৩ সদস্যের সমন্বয়ে এ যৌথ অভিযান পরিচালিত হয়।
চেকপোস্ট চলাকালীন বাস, মিনি ট্রাক, মাহিন্দ্রা, মোটরসাইকেল (হেলমেট, কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স যাচাই) ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হয়।
তল্লাশিতে মোটরসাইকেল ২২৯টি, সিএনজি ১২টি, মিনি ট্রাক ২টি, বাস ১টি, প্রাইভেটকার ৫টি এবং অটোরিকশা ৯টি যানবাহনকে থামিয়ে কাগজপত্র পরীক্ষা করা হয়।
এ সময় আইন ভঙ্গের দায়ে ৯টি মামলার মধ্যে মোটরসাইকেল ৭টি ও সিএনজি ২টির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এসব মামলার বিপরীতে সর্বমোট ৩৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
যৌথবাহিনীর এই অভিযানকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত এ ধরনের অভিযান সড়ক দুর্ঘটনা হ্রাস ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর