
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় আসন্ন শারদীয় দূর্গোৎসব উদযাপন উপলক্ষে দীঘিনালা জোনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে জোন সদরে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন দীঘিনালা জোন অধিনায়ক লে. কর্নেল মো. ওমর ফারুক, পিএসসি। সভায় উপস্থিত ছিলেন মেজর মো. মেহেদী, দীঘিনালার ৫টি ইউনিয়নের চেয়ারম্যান, মিনা চাকমা, গগন বিকাশ চাকমা, চন্দ্র রঞ্জন চাকমা, চয়ন বিকাশ চাকমা ও জ্ঞান চাকমা।
এছাড়া উপস্থিত ছিলেন দীঘিনালা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী নিমাই চন্দ্র নাথ, পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে দীঘিনালা উপজেলার ৯টি পূজা উদযাপন কমিটির সভাপতিদের হাতে প্রীতি উপহার তুলে দেন জোন অধিনায়ক লে. কর্নেল মো. ওমর ফারুক (পিএসসি)।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর