
খাগড়াছড়ি সেনা রিজিয়নের আওতাধীন মহালছড়ি জোনের দুর্গম জনপদ পঙ্খীমুড়ার প্রত্যন্ত ও চিকিৎসা সুবিধাবঞ্চিত এলাকায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে মহালছড়ি সেনা জোনের উদ্যোগে এ বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত চলা এ ক্যাম্পে অর্ধশতাধিক পাহাড়ি নারী, পুরুষ, শিশু ও প্রবীণ রোগী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।
দিনব্যাপী এ কার্যক্রমে নেতৃত্ব দেন মহালছড়ি জোনের মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন অতনু বিশ্বাস। তিনি রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও ওষুধ বিতরণের পাশাপাশি সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করেন।
চিকিৎসার মধ্যে চুলকানি (স্ক্যাবিস), ফোঁড়া, জ্বর, সর্দি-কাশি, রক্তস্বল্পতা, ডায়রিয়া, পেটব্যথা, শারীরিক দুর্বলতা, মাথাব্যথা এবং দাঁতের ব্যথা ইত্যাদি রোগের উপর বিনামূল্যে চিকিৎসা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়েছে।
চিকিৎসা নিতে আসা স্থানীয় বাসিন্দা ধনবসু চাকমা (৪৮) বলেন, “আমি দীর্ঘদিন জ্বর ও পেটের ব্যথায় কষ্ট পাচ্ছিলাম। আজ ডাক্তার দেখিয়ে বিনামূল্যে ওষুধ পেলাম। সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই।”
আরেক সেবাগ্রহীতা স্বাগতা চাকমা (৫৩) বলেন, “আগে অসুস্থ হলে চিকিৎসার ভালো সুযোগ পেতাম না। আজকের এই ক্যাম্প আমার মতো অনেকের জন্য আশীর্বাদের মতো। সেনাবাহিনী যদি নিয়মিত এমন আয়োজন করে, আমরা আরও বেশি উপকৃত হব।”
স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর সদস্যরা সেনাবাহিনীর এই জনকল্যাণমূলক পদক্ষেপকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এ উদ্যোগ দুর্গম পাহাড়ের মানুষের জীবনে নতুন স্বস্তি ও আশা জাগিয়েছে।
স্বাস্থ্যক্যাম্প সম্পর্কে ক্যাপ্টেন অতনু বিশ্বাস বলেন, “মহালছড়ি জোনের পঙ্খীমুড়া এলাকা অন্যতম দুর্গম অঞ্চল। এখানকার মানুষ আধুনিক চিকিৎসা থেকে অনেকটাই বঞ্চিত। সেনাবাহিনী নিয়মিত এ ধরনের মেডিকেল ক্যাম্পের আয়োজন করছে, যাতে প্রান্তিক জনগণ ঘরের কাছেই প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পেতে পারে। আমাদের এই মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর