সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয়তাবাদী ছাত্রদল জয়পুরহাট জেলা, শহর ও কলেজ শাখার ছয়জন নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
কেন্দ্রীয় সংসদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায় সংগঠন বিরোধী কার্যক্রমে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে ওই শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থানীয় ছাত্রদল থেকে বহিষ্কৃতরা হলেন জয়পুরহাট জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব পিয়াস আহম্মেদ পৃথিবী ও যুগ্ম আহ্বায়ক সাগর চৌধুরী এবং আহাদ হোসেন, জয়পুরহাট শহর ছাত্রদলের সদস্য সচিব হাসানুল বান্না হাসান ও যুগ্ম আহ্বায়ক সোহরাফ হোসেন ইমন। এছাড়া শহীদ জিয়া কলেজ ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল করিম রাকিবকেও বহিষ্কার করা হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুমোদন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। একইসাথে সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য বহিষ্কারাদেশ পত্রে নির্দেশনাও দেওয়া হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম।
কেন্দ্রীয় সংসদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠন বিরোধী কার্যক্রমে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে ওই শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া হয়েছে মর্মে বলা হলেও কি ধরনের সংগঠন বিরোধী কার্যক্রম তা উল্লেখ করা হয়নি। এ নিয়ে স্থানীয় বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রীয়া দেখা যাচ্ছে। অনেকে নিজ ভেরিফাইড ফেসবুকে প্রতিবাদ মূলক নানা পোস্ট দিচ্ছেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর