কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় জড়িত এজাহারভুক্ত আসামি, আওয়ামী লীগ নেতা ও মাদকের গডফাদার হিসেবে পরিচিত নিখিল চৌধুরী (৪৪)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ঘটনায় জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে থানা পুলিশের একটি দল সদর ইউনিয়নের কামাত আঙ্গারীয়া থেকে তাকে গ্রেপ্তার করে কুড়িগ্রাম আদালতে পাঠায়।
গ্রেপ্তারকৃত নিয়ামুল আরিফ ওরফে নিখিল চৌধুরী (৪৪) আওয়ামী লীগের সাবেক গভর্নর ও এমপি মৃত শামসুল হক চৌধুরীর ছোট ছেলে এবং নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের চাচা। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের কামাত আঙ্গারীয়া থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত নিখিল চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। সরকারি চাকুরিবিধি লঙ্ঘন করে দলীয় প্রভাব খাটিয়ে বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন তিনি। তিনি ছাত্রলীগের সাবেক নেতা ও বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য। আওয়ামী লীগের ক্ষমতাকালীন সময়ে নিখিল চৌধুরী এলাকায় মাদকের গডফাদার হিসেবে পরিচিত ছিলেন।
এছাড়াও চোরাচালান, চাঁদাবাজি-সহ নানান অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তিনি একাধিক মামলার আসামি এবং একাধিকবার গ্রেপ্তার হয়ে জেল খেটেছেন। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর হামলার ঘটনার মামলায় গ্রেপ্তার দেখিয়ে যথাযথ পুলিশি পাহারায় কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর