কাশিমপুরে পূজা উদযাপন কমিটির প্রস্তুত করা কয়েকটি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কাশিমপুর নামা বাজার এলাকার শ্মশান মন্দিরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পূজা উদযাপন কমিটি সূত্রে জানা গেছে, দুপুরে খাবারের জন্য সাময়িকভাবে কারিগর ও সদস্যরা বাইরে গেলে দুর্বৃত্তরা প্রতিমাগুলো ভাঙচুর করে পালিয়ে যায়। সন্ধ্যায় পাহারাদার ভেতরে গিয়ে বাতি জ্বালাতে গেলে প্রতিমাগুলো ভাঙা অবস্থায় দেখতে পান।
স্থানীয়রা জানান, প্রতিবছরের মতো এবারও ওই মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ার কথা। সে উদ্দেশ্যে প্রতিমা তৈরির কাজ চলছিল। প্রতিমাগুলো তখনো পুরোপুরি প্রস্তুত হয়নি, রঙও দেওয়া হয়নি। গতকাল দুপুরে বৃষ্টি শুরু হলে কাজ বন্ধ রেখে সবাই চলে যান। পরে সন্ধ্যায় এসে দেখা যায় পাঁচ থেকে ছয়টি প্রতিমা ভাঙচুর করা হয়েছে।
অগ্রগামী যুব সংঘ সার্বজনীন দুর্গাপূজা মন্ডপের সাধারণ সম্পাদক প্রদীপ মজুমদার বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রতিমাগুলো পাহারার ব্যবস্থা রেখেছিলাম, রাতেও তারা পাহারা দেয়। তবে দুপুরে খাবারের জন্য সাময়িকভাবে বাইরে গেলে দুর্বৃত্তরা এ সুযোগ নেয়। আমরা বিষয়টি থানাকে জানিয়েছি।
এদিকে কোনাবাড়ী জোনের সহকারী কমিশনার আবু নাসের মো. আল আমিন বলেন, কাল সারাদিন বৃষ্টি ও প্রবল বাতাস ছিল। ওই ঝড়ে প্রতিমা ভেঙে গেছে, এর বাইরে কিছু নয়। পূজা উদযাপন কমিটি যে সময় ভাঙচুরের কথা বলছে, সে সময় বাজারে প্রচুর লোকজন থাকে তখন এ ধরনের ঘটনা ঘটানো প্রায় অসম্ভব। তাছাড়া মন্দিরে গার্ড না থাকা হতাশাজনক।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর