
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার খরস্রোতা চেল্লাখালী নদীতে লাকড়ি ধরতে গিয়ে স্রোতের তোড়ে ভেসে গিয়ে হুমায়ুন (১০) নামের এক দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা ব্রীজ সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে। নিখোঁজ হুমায়ুন বুরুঙ্গা গ্রামের দুলাল মিয়ার পুত্র এবং বুরুঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত কয়েক দিনের টানা বৃষ্টির কারনে চেল্লাখালী নদীতে উজান থেকে পাহাড়ি ঢল নামে। সেই ঢলের সাথে লাকড়ি ভেসে আসছিল। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বুরুঙ্গা ব্রীজ সংলগ্ন এলাকার দক্ষিণ পাশে হুমায়ুন ও তার সম বয়সী চাচাতো ভাই আতিক হাসান দুইজনে মিলে বাড়ির পাশের ওই চেল্লাখালী নদীর পানিতে ভেসে আসা লাকড়ি ধরতে যায়। লাকড়ি ধরার সময় হঠাৎ নদীর তীব্র স্রোতে দুজনেই ভাটির দিকে ভেসে যেতে থাকে। একপর্যায়ে চাচাতো ভাই আতিক হাসান সাতার কেটে নদীর তীরে উঠতে পারলেও হুমায়ুন স্রোতের তোড়ে ভাটির দিকে ভেসে যায়।
হুমায়ুনের বাবা দুলাল মিয়া বলেন, আমার ছেলে নদীতে ভেসে যাওয়ার পরপরই গ্রামবাসীদের সহযোগীতায় দ্রুত ফায়ার সার্ভিস আফিসে মোবাইলে কল করি। খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরীসহ একটি টিম দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। একইসাথে তারা উদ্ধার কার্যক্রম শুরু করে।
জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আজাহারুল ইসলাম বলেন, দুপুরের দিকে ফোন কল পেয়ে আমরা ঘটনাস্থল চেল্লাখালী নদীর বুরুঙ্গা ব্রীজপাড় এলাকায় ছুটে আসি। এ সময় নদীর চরে আটকে পড়া দুইজন মহিলাকে উদ্ধার করতে সক্ষম হই। কিন্তু নদীতে তীব্র স্রোত থাকার কারনে উদ্ধার কার্যক্রম ব্যাহত হওয়ায় নিখোঁজ হুমায়ুনকে উদ্ধার করা সম্ভব হয়নি। তারপরও আমাদের উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছি।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, চেল্লাখালী নদীতে ডুবে নিখোঁজ হওয়া হুমায়ুনকে উদ্ধার করতে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরীরা যৌথভাবে কাজ করছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর