
নড়াইলের নবাগত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম বলেছেন, সাংবাদিক ও পুলিশ একত্রে কাজ করে নড়াইল জেলাকে অপরাধমুক্ত করবে। তিনি সাংবাদিকদের সহযোগিতা চেয়ে বলেন, আপনারা অগ্রিম তথ্য দিয়ে আমাদের সাহায্য করবেন। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) পুলিশ সুপারের সভাকক্ষে নড়াইল জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার বলেন, "সাংবাদিক ও আমরা একত্রে কাজ করব এবং আপনাদের সহযোগিতায় সকলে মিলে নড়াইল জেলাকে অপরাধমুক্ত করব। আপনারা অগ্রিম তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন। আমরা আমাদের যেকোনো অর্জন, ক্লু-লেস মামলার রহস্য উদঘাটন, অবৈধ মাদকদ্রব্য, অস্ত্রসহ যেকোনো উদ্ধার, আসামি গ্রেপ্তার ইত্যাদি বিষয়ে যথাসময়ে আপনাদের অবগত করব।"
তিনি আরও বলেন, "আমি নড়াইলে আসার আগে নড়াইল সম্পর্কে কিছুটা জেনে এসেছি। আপনারা আমাকে সহযোগিতা করেন, আমি মাদকমুক্ত নড়াইল উপহার দেওয়ার চেষ্টা করব।"
পরিশেষে নড়াইল জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে পুলিশ সুপার সাংবাদিকসহ জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
পুলিশ সুপার রবিউল ইসলাম উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন। পরে সাংবাদিকবৃন্দ নবাগত পুলিশ সুপারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় বক্তব্য রাখেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এস এম আব্দুল হক, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু, সাংবাদিক আলমগীর সিদ্দিকী, কাজী হাফিজুর রহমান, সাইফুল ইসলাম তুহিন, কার্তিক দাস, খায়রুল আরেফিন রানা, তারিকুজ্জামান লিটু, সজিব রহমান, আল আমিন প্রমুখ।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আশরাফুল ইসলাম, বিশেষ শাখার অফিসার ইনচার্জ মীর শরিফুল হক, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর