
শান্তিপুর নদী থেকে বালু উত্তোলনের দায়ে তিনজনকে ৯০ দিন করে কারাদণ্ড সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বহুল আলোচিত শান্তিপুর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে তিনজন কে ৯০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতে।
বৃহস্পতিবার বিকেলে শান্তিপুর নদীতে গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের দণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতে ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহরুখ আলম শান্তনু।
জানাগেছে,উপজেলা বড়দল উত্তর ইউনিয়নের শান্তিপুর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করছিল বালু খেকো চক্রের প্ররোচনায় বালু শ্রমিকরা। এসময় অবৈধভাবে বালু কর্তন ও পরিবহনকালে ৩ জনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে ৩ মাসের কারাদন্ডে দণ্ডিত দেয়া হয়।
কারাদণ্ড প্রাপ্ত্যরা হলো, উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের গাজীপুর গ্রামের মুসলিম মিয়ার ছেলে মোঃ রুবেল মিয়া(২২),একেই গ্রামের মোঃ মজনু মিয়ার ছেলে মোঃ জাকির হোসেন(২২) ও বড়দল উত্তর ইউনিয়নের বারেকটিলা গ্রামের হযরত আলীর ছেলে মোঃ জুলহাস মিয়া(২৩)। তাদেরকে থানায় সোপর্দ করা হয়েছে।
এর সত্যতা নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতে ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহরুখ আলম শান্তনু জানান,জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে। অনিয়ম কারীদের কোনো ছাড় দেয়া হবে না। অনিয়ম প্রতিরোধে নিজ নিজ অবস্থা থেকে কাজ করলে ও আমাদের তথ্য দিলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন জানান, কারাদণ্ড প্রাপ্ত্যদের শুক্রবার সকালে জেলা কারাগারে পাঠানো হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর