
কাতার এয়ারওয়েজের ঢাকা-দোহা ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে উড্ডয়ন করতে পারেনি। শুক্রবার ভোর ৪টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাড়ার কথা ছিল বোয়িং ৭৭৭-৩০০ইআর মডেলের এই ফ্লাইটটির।
এয়ারলাইন্স সূত্রে জানা যায়, যাত্রীদের বিমানে বোর্ডিং করানোর পর ডান পাশের ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ে। এ সময় একাধিকবার বিমানের ভেতরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে গরমে যাত্রীদের প্রচণ্ড ভোগান্তি হয়।
ত্রুটি নিরসনে প্রকৌশলীরা কাজ শুরু করেছেন বলে জানিয়েছে এয়ারলাইনস কর্তৃপক্ষ। তবে কখন ফ্লাইট ছাড়বে তা নিশ্চিত করে জানানো হয়নি। যাত্রীদের শান্ত থাকার অনুরোধ জানিয়ে এয়ারলাইন্স বলেছে, নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমস্যা সমাধানের পরই ফ্লাইট ছেড়ে দেওয়া হবে।
এদিকে যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন। একজন যাত্রী বলেন, “আমাদেরকে প্রায় এক ঘণ্টা ধরে বিমানের ভেতরে গরমে বসিয়ে রাখা হয়েছে। ছোট বাচ্চারা কাঁদছে, বয়স্ক যাত্রীরা কষ্টে আছেন। আগে যদি সমস্যার কথা জানাতো, অন্তত টার্মিনালে বসে অপেক্ষা করতে পারতাম।”
আরেকজন যাত্রী অভিযোগ করে বলেন, “বিদ্যুৎ বারবার চলে যাওয়ায় ভেতরে প্রচণ্ড গরম হয়ে গেছে। এটি আন্তর্জাতিক মানের সেবা নয়।”
তবে এবিষয়ে কতৃপক্ষের আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায়নি।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর