
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার খরস্রোতা চেল্লাখালী নদীতে লাকড়ি ধরতে গিয়ে স্রোতের তোড়ে ভেসে গিয়ে নিখোঁজ হওয়া দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া স্কুল শিক্ষার্থী হুমায়ুনের (১০) মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে নদীর প্রায় ৪০০ মিটার ভাটির দিক থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে একই দিন দুপুরে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা ব্রিজ সংলগ্ন স্থানে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। উদ্ধার হওয়া হুমায়ুন বুরুঙ্গা গ্রামের দুলাল মিয়ার পুত্র এবং বুরুঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে উপজেলার চেল্লাখালী নদীতে উজান থেকে পাহাড়ি ঢল নামে। সেই ঢলের সঙ্গে লাকড়ি ভেসে আসছিল। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বুরুঙ্গা ব্রিজ সংলগ্ন এলাকার দক্ষিণ পাশে হুমায়ুন ও তার সমবয়সী চাচাতো ভাই আতিক হাসান দুজন মিলে বাড়ির পাশের ওই চেল্লাখালী নদীর পানিতে উজান থেকে ভেসে আসা লাকড়ি ধরতে যায়। লাকড়ি ধরার সময় হঠাৎ নদীর তীব্র স্রোতে দুজনেই ভাটির দিকে ভেসে যেতে থাকে। একপর্যায়ে চাচাতো ভাই আতিক হাসান সাঁতার কেটে নদীর তীরে উঠতে পারলেও হুমায়ুন স্রোতের তোড়ে ভাটির দিকে ভেসে যায়।
পরে নদীর পানি কমতে থাকলে রাত সাড়ে আটটার দিকে হুমায়ুনের চাচা জাহাঙ্গীর আলম নদীর তীরে হুমায়ুনকে খুঁজতে থাকেন। এ সময় দেখতে পান হুমায়ুনের নিথর দেহ নদী তীরের কলমিলতা গাছের সঙ্গে আটকে আছে। পরে তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই হুমায়ুন মৃত্যুবরণ করেছে।
এদিকে, হুমায়ুনের বাবা দুলাল মিয়া বলেন, আমার ছেলে নদীতে ভেসে যাওয়ার পরপরই গ্রামবাসীদের সহযোগিতায় দ্রুত ফায়ার সার্ভিস অফিসে মোবাইলে কল করি। খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি সহ একটি টিম দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। একই সাথে তারা উদ্ধার কার্যক্রম শুরু করেন। কিন্তু নদীর পানির স্রোত বেশি থাকায় পরে তারা চলে যান।
জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আজাহারুল ইসলাম বলেন, দুপুরের দিকে ফোন কল পেয়ে আমরা ঘটনাস্থল চেল্লাখালী নদীর বুরুঙ্গা ব্রিজ পাড় এলাকায় ছুটে আসি। এ সময় নদীর চরে আটকে পড়া দুজন মহিলাকে উদ্ধার করতে সক্ষম হই। কিন্তু নিখোঁজ হুমায়ুনের অবস্থান নিশ্চিত করা সম্ভব হয়নি।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, চেল্লাখালী নদীতে ডুবে নিখোঁজ হওয়া হুমায়ুনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর