
কক্সবাজারের টেকনাফে মদপানকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে ইমদাদ হোসেন (৪৭) নামের এক পান দোকানিকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাতে টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ইমদাদ ওই এলাকার মৃত আলী হোসেনের ছেলে।
টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) হিমেল রায় বলেন, বৃহস্পতিবার রাতে স্থানীয় একটি বিয়ের অনুষ্ঠানে মদপান নিয়ে ইমদাদের সঙ্গে আব্দুর রহমান নামের এক ব্যক্তির কথা-কাটাকাটি হয়। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে।
ঘটনার পর স্থানীয়রা কামাল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বলে জানান ওসি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
নিহতের ছোট ভাই শামসু আলম অভিযোগ করে বলেন, ‘মদপান নিয়ে বিরোধের জেরে আব্দুস সালামের ছেলে কামাল হোসেন ও নুরুল ইসলামের নেতৃত্বে আব্দুর রহমান, মো. ইসমাইল, মো. শফিক, মো. হামিদ, সৈয়দ আলমসহ কয়েকজন মিলে আমার ভাইকে হত্যা করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ আলভী বলেন, ভোর ৫টার দিকে স্থানীয়রা ইমদাদ হোসেনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন।###
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর