
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর আয়োজনে আসন্ন দূর্গা পুজায় নিরাপত্তা ও হিন্দু সম্প্রদায়ের ভাবনা শীর্ষক গোল টেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। আজ ১৯ শে সেপ্টেম্বর ২০২৫ ইং সকালে জাতীয় প্রেস ক্লাব, ঢাকায় (তোফাজ্জল হোসেন মানিক মিয়া) হলে লিখিত বক্তব্য পাঠ করেন পলাশ কান্তি দে, নির্বাহী মহাসচিব ও মুখপাত্র বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। আজকের আলোচনা সভার সভাপতিত্ব করছেন ড. প্রভাস চন্দ্র রায়, সভাপতি-বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
দেশে হিন্দুরা নিরাপত্তা হীনতায় ভুগছে। হিন্দু বিদ্বেষী মনোভাব আগের থেকে অনেক বেড়ে গিয়েছে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুরু হতে যাচ্ছে আগামী ২৮ সেপ্টেম্বর - ২০২৫। শারদীয় দুর্গোৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব নয় এই উৎসব সমগ্র বাঙ্গালী জাতীর ঐক্যের ও মিলনের মহোৎসব । দুর্গা পূজার মুল ৩ টি দিনই হল অষ্টমী নবমী ও দশমী । এই উপলক্ষে দিন রাত পুজার কাজে ব্যস্ত থেকে ধর্মীয় অনুশাসন মেনে সার্থক ভাবে দুর্গা পূজা সম্পাদন করতে হয়। দুর্গা পূজায় হিন্দু সম্প্রদায় বিভিন্ন ভাবে বৈষম্যের শিকার কারণ ৫ দিনের দূর্গা পূজায় মাত্র ২ দিন সরকারি ছুটি যার মধ্যে আগে ছিল এক দিন বর্তমান সরকার এসে সেটা দুই দিন করেছে। কিন্তু আমাদের দাবি ছিল ৩ দিন। যার কারনে হিন্দু সম্পদায়ের অনেকেই দুর্গা পূজার শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থেকে পুজার আনন্দ ধর্মীয় যজ্ঞ শেষ করতে পারে না। এমনকি পরিবার পরিজন এর সাথে পুজার আনন্দ ভাগ করে নিতে পারে না। আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ করছি এবার থেকেই দুর্গা পূজায় সরকারি ছুটি ৩ দিন (অষ্টমী, নবমী ও দশমী) করা হোক।
উক্ত অনুষ্ঠানে সম্মানীত ও বিদগ্ধ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ১) আসলাম চৌধুরী, মাননীয় উপদেষ্ঠা চেয়ারপার্সন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ২) বীর মুক্তিযোদ্ধা সিনিয়র এ্যাড, সুব্রত চৌধুরী, ভারপ্রাপ্ত সভাপতি গনফোরাম । ৩) বাসুদেব ধর, সভাপতি, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ। ৪) মনিন্দ্র কুমার দেবনাথ, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। ৫) জয়ন্ত কুমার দেব, সভাপতি, মহানগর সার্বজনীন পূজা কমিটি। ৬) শ্যামল কুমার রায়, নির্বাহী সভাপতি, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জোট। ৭) প্রীতম দাস, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ৮) সন্তোষ দাশগুপ্ত (অমিথ), ট্রাস্টী, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট
৯) রকি বড়ুয়া, সমাজ ও মানবাধিকার কর্মী উপদেষ্টা হিন্দু মহাজোট।
আরও উপস্থিত আছেন সংগঠন সমুহ:
১) রতন চন্দ্র পাল, প্রতিষ্ঠাতা ও সভাপতি, শারদাঞ্জী ফোরাম, ঢাকা মহানগর ২) সাগর সাধু, বাংলাদেশ মতুয়া মহাসংঘ ৩) শংকর সরকার, হিন্দুলীগ ৪) বরুন সরকার, বিশ্ব হিন্দু ফেডারেশন ৫) সুমন কুমার রায়, বাংলাদেশ সনাতন পার্টি ৬) সাজেন মিশ্র, বাংলাদেশ হিন্দু পরিষদ ৭) অনিল দাস, বাংলাদেশ ভক্ত সংঘ ৮) শ্যামল মন্ডল, শ্রীকৃষ্ণ সেবা সংঘ ০৯) সাজু চৌধুরী, সনাতন সংগঠন বাংলদেশ ১০) তাপস চন্দ্র বৈরাগী, বাংলাদেশ হিন্দু মহাসংঘ।
হিন্দু মহাজোটের পক্ষ থেকে উপস্থিত আছেন হিন্দু মহাজোটের সিনিয়র সহ সভাপতি ডিসি রায়, প্রভাস চন্দ্র মন্ডল, তপন হালদার, জগন্নাথ হালদার,সুনীল কর্মকার, নিউটন অধিকারী,যুগ্ম মহাসচিব সমীর সরকার, অখিল মন্ডল, ফনিভূষন হালদার, নিমাই চন্দ্র আর্য্য. লিটন বৈদ্য,নির্মল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক, আশীষ বাড়ই, সঞ্জয় সাহা, হারাধন বিশ্বাস, কেনেডি ঘোষ, কার্তিক কর্মকার, কনজ সরকার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুব্রত মন্ডল, প্রচার সম্পাদক শুভাশিষ পাল বিবেক, মহিলা সম্পাদিকা বিশ্বাস মুদুলা, নন্দীতা ঘরামী, মাধুরী সরকার, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের প্রধান সমন্বয়কারী পংকজ হালদার, সভাপতি প্রদীপ কান্তি দে, সাধারন সম্পাদক রাজেস নাহা, সাংগঠনিক সম্পাদক মাধব দাস, বাংলাদেশজাতীয় হিন্দু ছাত্র মহাজোটের ভারপ্রাপ্ত সভাপতি অভিজিৎ রায়, সাধারন সম্পাদক রাজিব সাহা প্রমুখ ।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর