
মৌলভীবাজারের জুড়ী সীমান্ত দিয়ে সুজন দেবনাথ (২১) নামের এক বাংলাদেশি যুবককে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর ) সকালে উপজেলার ফুলতলা ইউনিয়নের বটুলি সীমান্তে উভয় পক্ষের মধ্যে পতাকা বৈঠকে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
সুজন দেবনাথ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ারখলা গ্রামের বাসিন্দা রনজিত দেবনাথের ছেলে। তাঁর বিরুদ্ধে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে জুড়ী থানায় মামলা করেছে বিজিবি।
বিজিবির ৫২ ব্যাটালিয়নের ফুলতলা ক্যাম্প ও জুড়ী থানার পুলিশ সূত্রে জানা গেছে, সুজন প্রায় সাত মাস আগে পাশের কুলাউড়া উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাড়ি জমান। সেখানে ত্রিপুরা রাজ্যের আগরতলা শহরে রাজমিস্ত্রির কাজ করতেন। গত মঙ্গলবার বিএসএফের একটি দল তাঁকে আটক করে। এ সময় জিজ্ঞাসাবাদে তিনি বাংলাদেশি ও অবৈধভাবে অনুপ্রবেশের কথা স্বীকার করেন।
জুড়ী থানার ওসি মো. মুরশেদুল আলম ভূঁইয়া বলেন, সুজন দেবনাথকে বিজিবির করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে মৌলভীবাজারের আদালতে পাঠানো হবে।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর